সিলেট: সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম ‘বাদ দেওয়ার চক্রান্তের’ প্রতিবাদে দেশব্যাপী জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে কোনো প্রভাব পড়েনি বিভাগীয় নগরী সিলেটে।
সোমবার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে হরতাল শুরু হলেও দুপুর পর্যন্ত হরতালের পক্ষে দলটির কোনো পিকেটিং কিংবা মিছিল দেখা যায়নি।
সকাল থেকেই যানবাহন চলাচলে সরব রয়েছে নগরীর সড়ক ও মহাসড়ক। জনবহুল অনেক স্থানেই যানবাহনের চাপের কারণে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। খোলা রয়েছে দোকানপাট। ব্যাংক, সরকারি, বেসরকারি অফিসগুলোতে সেবাগ্রহীতা মানুষের উপস্থিতি উল্লেখযোগ্য।
নগরীর সড়কগুলো ছাড়াও আঞ্চলিক সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আন্তঃজেলা ও দূরপাল্লার বাসও সিলেট টার্মিনাল ছেড়ে যাচ্ছে। যথাসময়েই সিলেট স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে সবক’টি ট্রেন।
নগরীতে যেকোন ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যদের নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করতে দেখা গেছে।
নগরজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ।
অন্যদিকে, নগরী ছাড়াও জেলার সবক’টি উপজেলার কোথাও হরতাল সমর্থকদের কোনো তৎপরতার খবর পাওয়া যায়নি। জেলার গুরুত্বপূর্ণ উপজেলা ও মহাসড়কগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর টইল অব্যাহত রয়েছে।
রোববার (২৭ মার্চ) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপিতে হরতাল কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
এএএন/জেডএস