ঢাকা: দুই মন্ত্রীর আদালত থেকে দণ্ডিত হয়েও মন্ত্রিসভায় যোগ দেওয়াকে জাতির প্রতি চপেটাঘাত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের প্রতি ইঙ্গিত করে মেজর হাফিজ বলেন, দুই মন্ত্রী যারা আদালত কর্তৃক দণ্ডিত হয়েছেন, তারা মন্ত্রিসভায় যোগ দিয়েছেন, এটা বাঙ্গালি জাতির প্রতি চপেটাঘাত ছাড়া আর কিছু নয়।
প্রধান অতিথির বক্তব্যে হাফিজ উদ্দিন বলেন, যারা মর্যাদাহানিকর বক্তব্য দিয়ে বিচারকে প্রভাবিত করতে চায়, সংবিধানের মর্যাদা হানি করে, দেশের মানুষকে অপমান করে সেই দুই মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়া উচিত।
বিএনপির পক্ষ থেকে এই দুই মন্ত্রীকে অব্যাহতি দিতে সরকারের প্রতি দাবি জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, চাটুকার, পড়ালেখা নেই এমন লোকদের বেছে বেছে উপাচার্য করা হচ্ছে।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফর উল্লাহ চৌধুরী বিএনপির সমালোচনা করে বলেন, পরিবারতন্ত্র গণতন্ত্রের অন্তরায়, দলের সব ক্ষমতা খালেদা জিয়াকে দিয়ে দিলেন, বেগম জিয়ার পাশে কিছু চাটুকার রয়েছে, তারা দলের ক্ষতিই করছে।
এ সময় তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দ্যেশে বলেন, এখন তো খালি পায়ে রুমে ঢোকা ছাড়া আর কোন কিছু করতে পারবেন না।
জাফর উল্লাহ চৌধুরীর এই বক্তব্য সমর্থন করে হাফিজ উদ্দিন বলেন, দলে ভিতরে আছি বলে আমরা শৃঙ্খলায় আবদ্ধ, যার কারণে আমরা সব কথা বলতে পারি না। তবে ডা. জাফর উল্লাহর কথা সমর্থন করি।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে সংগঠনটির সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির শরীক দল কল্যাণ পার্টির সভাপতি মে. জে (অব.) সৈয়দ ইব্রাহিম, বিএনপির নেতা আব্দুস সালাম, আবুল হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
টিএইচ/আরআই