ফরিদপুর: নেতা কর্মীদের হুমকি ও হয়রানির অভিযোগ এনে বানা ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হারুন শরীফ সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার (২৮ মার্চ) বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হাদী হুমায়ুন কবীর ও তার দলের নেতাকর্মীরা কয়েকদিন ধরে আমার কর্মী সমর্থকদের বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। নেতাকর্মীদের নামে মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের প্রার্থী ভোটারদের কেন্দ্রে গিয়ে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল দেওয়ার জন্য হুমকি দিচ্ছে। প্রকাশ্যে সিল না দিলে ভোটারদের ভোট কেন্দ্রে যেতেও নিষেধ করছে।
এসব অভিযোগ এনে তিনি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বানা ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা প্রকাশ কুমার বিশ্বাস জানান, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সব ব্যবস্থা নেওয়া হয়েছে। কারও কোনো হুমকি-ধামকি, ভয়-ভীতি সুষ্ঠু নির্বাচনে বাধা হতে পারবে না।
৩১ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা, পাঁচুরিয়া ও টগরবন্দ তিন ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
আরকেবি/পিসি