ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কারামুক্ত আরিফ, মাকে দেখতে আসছেন সিলেটে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
কারামুক্ত আরিফ, মাকে দেখতে আসছেন সিলেটে

সিলেট: সাবেক অর্থমন্ত্রী এ এস এম কিবরিয়া হত্যা মামলায় কারামুক্ত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী।

 

সোমবার (২৮ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনি মুক্ত হন।

 

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেছার আলম মুকুল বাংলানিউজকে বলেন, বিস্ফোরক মামলার জামিননামা সকালে কারাগারে পৌঁছলে আরিফুল হক চৌধুরীকে হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হয়।

এর আগে রোববার হত্যা মামলার জামিননামা আদালতে পৌঁছায় বলেও জানান জেলার নেছার আলম।  

এদিকে, অসুস্থ মাকে দেখতে আরিফুল হক চৌধুরী রাতেই সিলেটে এসে পৌঁছানোর কথা রয়েছে। তার ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ গুলজার বিষয়টি নিশ্চিত করে বলেন, আরিফুল হক চৌধুরীর মা গুরুতর অসুস্থ অবস্থায় নগরীর মাউন্ড এডোরা হাসপাতালে ভর্তি রয়েছেন।

মায়ের অসুস্থতার কারণে কিবরিয়া হত্যা ও বিস্ফোরক মামলায় আরিফুল হক চৌধুরী ১৫ দিনের অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন।

ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে সিলেট নিয়ে আসতে দেরি হচ্ছে বলেও জানান গুলজার।

গত রোববার (২৭ মার্চ) অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডে দায়েরকৃত বিস্ফোরক মামলায় হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আতাবুল্লাহ তাকে ১৫ দিনের জামিন দেন।

এর আগে গত ২২ মার্চ একই ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় ১৫ দিনের জামিন লাভ করেন আরিফুল হক চৌধুরী।

২০১৪ সালের ২১ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের তৎকালীন মেয়র জি কে গউছ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের নাম যোগ করে কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র আদালতে জমা দেন।
 
পরদিন আরিফসহ অন্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ওই বছরের ৩০ ডিসেম্বর আত্মসমর্পণ করেন আরিফ। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন। আর মেয়র পদ থেকে তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
এনইউ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।