ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শিবির সন্দেহে রাজশাহী কলেজ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
শিবির সন্দেহে রাজশাহী কলেজ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

রাজশাহী: শিবির সন্দেহে রাজশাহী কলেজের এক শিক্ষার্থীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় কলেজের মুসলিম ছাত্রাবাস থেকে আটক করে পিটিয়ে তাকে সোপর্দ করা হয়।

 

ওই শিক্ষার্থীর নাম রফিকুল ইসলাম। তিনি মাস্টার্সের শিক্ষার্থী। সম্প্রতি তিনি ছাত্রবাসের ডি ব্লকের ছয় নম্বর কক্ষে ওঠেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ওই কক্ষে তল্লাশি চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় রফিকুল ইসলামের ট্রাংকে শিবিরের টি-শার্ট পাওয়া যায়। এরপর তাকে পিটিয়ে পুলিশের কাছে সোর্পদ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বাংলানিউজকে জানান, মারপিটের ঘটনাটি ‍জানি না। তবে শিবির সন্দেহে এক শিক্ষার্থীকে থানায় সোপর্দ করা হয়েছে।

বর্তমানে তার ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০১৩৪ ঘণ্টা,  মার্চ ২৯,  ২০১৬
এসএস/এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।