ঢাকা: আগামী ৩১ মার্চ দ্বিতীয়ে পর্যায়ের ৬৪৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ লক্ষে মঙ্গলবার (২৯ মার্চ) রাত ১২টায় সব প্রকার প্রচারণা বন্ধ করতে হচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের।
নির্বাচন আচরণ বিধি অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে নির্বাচনী প্রচারণা বন্ধ করার বিধান রয়েছে। সে মোতাবেক ৩২ ঘণ্টা সময় গণনা শুরু হবে মঙ্গলবার রাত ১২টা থেকে। তাই এ সময় থেকেই কোনো প্রকার প্রচারণা চালাতে পারবেন না প্রার্থীরা।
এ নির্বাচনে আওয়ামী লীগের ৩১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এতে ১৭টি দল চেয়ারম্যান পদে ১ হাজার ৫০৭ জন প্রার্থী দিয়েছে। আর স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন ১ হাজার ১৭৭ জন প্রার্থী।
ভোটগ্রহণ উপলক্ষে ইতিমধ্যে জেলায় জেলায় ব্যালট পেপারসহ নির্বাচনী উপকরণ পাঠিয়েছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে ভোটার রয়েছে ৯৪ লাখ ৭৮ হাজার ৮১জন। চেয়রম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য এই তিনটি পদের বিপরীতে ভোটার সংখ্যার তিনগুণ ব্যালট ছাপিয়েছে ইসি।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
ইইউডি/পিসি