ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘প্রধানমন্ত্রী জঘন্য কাজ করেছেন’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
‘প্রধানমন্ত্রী জঘন্য কাজ করেছেন’

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঘন্য কাজ করেছেন বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

মির্জা ফখরুলের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে মির্জা ফখরুলের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

অন্যথায় আলাপ আলোচনা করে কর্মসূচি ঘোষণা করা হবে।

মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর হওয়ার পর বুধবার (মার্চ ৩০) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে রুহুল কবির রিজভী মির্জা ফখরুল ইসলামকে দলের মহাসচিব ঘোষণা দেন। দুই ঘণ্টা পরই আদালত থেকে খবর আসে ফখরুলের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে। এ খবরের পরপরই দলীয় নেতাকর্মীরা পল্টনে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করে। এরপর কার্যালয় এসে সংবাদ সম্মেলন করেন রিজভী।

রিজভী বলেন, এটা শুধু মির্জা ফখরুলকে জেলে পাঠানো নয়, পুরো বিএনপির ওপর নগ্ন হস্তক্ষেপ। নতুন মহাসচিব দায়িত্ব নিলে নতুন করে মেরুকরণ হবে। তাই তাকে জেলে পাঠানো হয়েছে। তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানোর জন্য নেতাকর্মীরা কার্যালয়ে অপেক্ষা করছিল সেই সুযোগটুকু দেয়া হয়নি।

সংবাদ সম্মেলনে এ সময়ে উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, বিশেষ সম্পাদক নাদিম মোস্তফা, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসিম, মাহাবুবুল হক নান্নু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।