ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

দৌলতপুরে ১৩৫ কেন্দ্রই গুরুত্বপূর্ণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
দৌলতপুরে ১৩৫ কেন্দ্রই গুরুত্বপূর্ণ

কুষ্টিয়া: দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার (৩১ মার্চ) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৪টি ইউনিয়নের ১৩৫টি ভোটকেন্দ্রের সবগুলোকেই গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানান, ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট ও বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাদের কঠোর ভাবে দমন করা হবে।

উপজেলার ১৪ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৭ হাজার ১২৫ জন।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।