ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গোপালগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫ চেয়ারম্যান নির্বাচিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
গোপালগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫ চেয়ারম্যান নির্বাচিত

গোপালগঞ্জ: দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে  গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউপি থেকে ১৪ জন ও কোটালীপাড়া উপজেলার ১০টি ইউপি থেকে একজন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

বৃহস্পতিবার (৩১ মার্চ) এসব ইউপিসহ দুই উপজেলার মোট ৩১টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা সবাই আওয়ামী লীগের প্রার্থী ছিলেন। তারা হলেন, ফখরুল ইসলাম (লতিফপুর ইউপি), এম এম মনির আহম্মেদ ননী (বোড়াশী), নাজিব আহম্মেদ নাজিব (দূর্গাপুর), মো. বাচ্চু শেখ (কাঠি), মো. কামরুল হাসান বাবুল (উলপুর), মাখন লাল দাস (কাজুলিয়া), শফিকুর রহমান চৌধুরী টুটুল (গোবরা), মো. শহিদুল ইসলাম (শুকতাইল), মুন্সি মকিদুজ্জামান (হরিদাসপুর), সিকদার শাহ সুফিয়ান (করপাড়া), সুকান্ত বিশ্বাস (বৌলতলী), সুজিৎ মন্ডল (সাতপাড়), সুবোধ চন্দ্র হীরা (সাহাপুর), শ্রীবাস বিশ্বাস (রঘুনাথপুর) এবং কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের আবু সাইদ শিকদার।

এদিকে, বুধবার দুপুরে রির্টানিং অফিসারের কার্যালয় থেকে নির্বাচনী মালামাল বিভিন্ন কেন্দ্র পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলায় ১৮৯টি এবং কোটালীপাড়া উপজেলায় ৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এসব কেন্দ্রের মধ্যে মোট ১০৯টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গুরুত্বপূর্ণ কেন্দ্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-পুলিশ ও বিজিবি সদস্যরা  নির্বাচনী এলাকায় টহল শুরু করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।