ঢাকা: দুই মন্ত্রীর উচ্চ আদালতে অভিযুক্ত হওয়ার ঘটনায় বর্তমান সরকারের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
‘দুই মন্ত্রীর ঘটনায় বর্তমান সরকারের বহুত ক্ষতি হয়েছে’ উল্লেখ করে বুধবার (৩০ মার্চ) জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে আলাপকালে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন,‘ন্যায়-নিষ্ঠার উপরে কেউ না।
অভিযুক্ত হওয়ার মন্ত্রীর পদে থাকা যৌক্তিক কি না এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বলেন, আমি এই বির্তকে জড়াতে চাই না। তবে রাষ্ট্র ও সমাজের কাছে নৈতিক দিক দিয়ে সবাই দায়বদ্ধ।
তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে অনৈতিকতা, অন্যায় ও অবিচার কোনটিই জাতির কাছে গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
এসএম/আরআই