ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ধুনটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২ মেম্বার প্রার্থী নির্বাচিত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
ধুনটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২ মেম্বার প্রার্থী নির্বাচিত

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ও এলাঙ্গী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাধারণ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন দুই মেম্বার প্রার্থী।

বুধবার (৩০ মার্চ) বিকেল ৫টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা মুঞ্জুরুল হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এরা হলেন, উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী নূরে আলম সিদ্দিকী এবং এলাঙ্গী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য মাসুদ রানা।

উপেজলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, তৃতীয় ধাপে ২৩ এপ্রিল ধুনট উপজেলার ১০ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার বিকেল ৫টা পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন ছিল।

এর মধ্যে সাধারণ সদস্য পদে ভান্ডারবাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে একজন এবং এলাঙ্গী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে একজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।   এ কারণে তাদের বেসরকারিভাবে নির্বাচিত করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান বলেন, এলাঙ্গী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এবং ভান্ডারবাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য পদে একজন করে প্রার্থী মনোয়নপত্র দাখিল করেন।

এ দুই প্রার্থীর মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। ওই দুই প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তাই আগামী ২৩ এপ্রিল নির্বাচন শেষে অন্যান্য বিজয়ী প্রার্থীদের সঙ্গে নূরে আলম সিদ্দিকী এবং মাসুদ রানাকে নির্বাচিত ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।