ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পাঠ্যবইয়ে বঙ্গবন্ধুর আত্মজীবনী চায় লক্ষ্মীপুর ছাত্রলীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
পাঠ্যবইয়ে বঙ্গবন্ধুর আত্মজীবনী চায় লক্ষ্মীপুর ছাত্রলীগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে জেলা ছাত্রলীগ।

 

বুধবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, নুরনবী চৌধুরী, রুহুল আমিন, আবদুল মতলব, রাসেল মাহমুদ মান্না, নজরুল ইসলাম ভুলু, জেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।