ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ছাত্রদল দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
বুধবার (৩০ মার্চ) সন্ধ্যায় সংবাদ বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়।
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান বিবৃতিতে বলেন, কর্মসূচির মধ্যে ২ এপ্রিল-শনিবার দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে এবং ৩ এপ্রিল-রোববার দেশের সব থানা, পৌর ও কলেজসমূহে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান ছাত্রদলের সবাইকে ঘোষিত কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
আইএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।