ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটের দুই উপজেলায় বৃহস্পতিবার ভোট, ঝুঁকিপূর্ণ ৬৭ কেন্দ্র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
সিলেটের দুই উপজেলায় বৃহস্পতিবার ভোট, ঝুঁকিপূর্ণ ৬৭ কেন্দ্র

সিলেট: ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ দুই উপজেলায় ১২৫টি কেন্দ্রের মধ্যে ৬৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, দুই উপজেলার মধ্যে কোম্পানীগঞ্জের ইউনিয়নগুলোতে ৩৭টি এবং গোয়াইনঘাটে ৩০টি কেন্দ্র রয়েছে ঝুঁকিপূর্ণের তালিকায়।

নির্বাচনকে কেন্দ্র করে এই দুই উপজেলার ইউনিয়নগুলোতে প্রায় সহস্রাধিক পুলিশ ফোর্স মোতায়েন থাকবে বলেও জানান সুজ্ঞান চাকমা।

তিনি বলেন, পুলিশের পাশাপাশি ৩ প্লাটুন বিজিবি, র‌্যাব ও আনসার সদস্যরাও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

এরই মধ্যে দুই উপজেলার ইউনিয়নগুলোর ১২৫টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে নির্বাচন সংশ্লিষ্টরা পৌঁছে গেছেন বলে জানিয়েছেন জেলা নির্বাচনী কর্মকর্তা আজিজুল ইসলাম।
 
দ্বিতীয় ধাপের নির্বাচনে গোয়াইনঘাট উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৭টি এবং কোম্পানীগঞ্জ উপজেলায় ৬টি ইউনিয়নে বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোট গ্রহণ হবে।

গোয়াইনঘাট উপজেলার লেংগুরা ইউনিয়ন পরিষদ ভেঙ্গে সম্প্রতি ২টি ইউনিয়ন পরিষদ গঠিত হওয়ায় এ দুটি ইউপিতে পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় ভোট হবে পূর্ব জাফলং, পশ্চিম জাফলং, রুস্তমপুর, আলীরগাঁও, ফতেহপুর, নন্দিরগাঁও, তোয়াকুল ইউনিয়নে।

কোম্পানীগঞ্জ উপজেলার ভোট হবে পশ্চিম ইসলামপুর, পূর্ব ইসলামপুর, তেলিখাল, ইছাকলস, উত্তরর নিখাই ও দক্ষিণ রনিখাই ইউনিয়নে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
এনইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।