ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৩১ মার্চ চাঁদপুর ১৮ ইউপিতে নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
৩১ মার্চ চাঁদপুর ১৮ ইউপিতে নির্বাচন

চাঁদপুর: দ্বিতীয় দফায় বৃহস্পতিবার (৩১ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর সদর উপজেলার ১২ ও হাইমচর উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন।

দুই উপজেলার ১৮ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৬৭ জন, সদস্য পদে ৫২৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বুধবার (৩০ মার্চ) জেলা নির্বাচন কার্যালয়ের তত্ত্বাবধানে উপজেলা সদর থেকে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নেওয়া হয়েছে।

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটারদের নিরাপত্তার জন্য নির্বাচনী এলাকাগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মোতায়েন করা হয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বাংলানিউজকে জানান, ভোটারদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক দায়িত্বপালন করার পাশাপাশি পুলিশের মোবাইল টিম মাঠে থাকবে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।