ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কেরানীগঞ্জ থেকে রহমত উল্লাহ

উৎসবের আমেজে নারী ভোটার বেশি

রহমত উল্লাহ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
উৎসবের আমেজে নারী ভোটার বেশি ছবি : দেলোয়ার হোসেন বাদল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেরানীগঞ্জ থেকে: ‘লাইনে দাঁড়াইছি ঘণ্টাখানেক, ভালো লাগছে কোনো গ্যানজাম নাই দেইখ্যা। ’- বাংলানিউজকে বলছিলেন ভোট দিতে আসা ষাটোর্ধ্ব নুর নাহার।


 
শিশু সন্তানসহ আসা আকলিমা বেগমও বললেন, ‘কোনো চাপ নেই। ভয়-ভীতি নেই দেখে কোলের বাচ্চাটাকে নিয়েই ভোট দিতে আসলাম’।

কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন নুর নাহার ও আকলিমার মতোই নারী ভোটাররা। পুরুষ ভোটারের চেয়ে তাদের উপস্থিতিই বেশি।

ভোট দিতে কোনো ভোগান্তিও নেই বললেই চলে। অপ্রীতিকর কোনো ঘটনাও এ পর্যন্ত ঘটেনি। নির্বিঘ্নে-নিরাপদে তাই ভোট দিতে পেরে ভোটারদের মাঝে উৎসবের আনন্দ। নির্বাচনী কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের মাঝে স্বস্তির ভাব, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও সন্তুষ্ট সুষ্ঠু নির্বাচনে।
রাজধানীর অদূরে কেরানীগঞ্জের ১১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে এমনই উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল চারটা পর্যন্ত। সকাল সোয়া দশটা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
 
বাস্তা ইউনিয়নের বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।
 
দু’টি কেন্দ্রে রয়েছে ৩টি বুথ। দুই কেন্দ্র মিলে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৪শ’ জন। সকাল সাড়ে নয়টা পর্যন্ত প্রায় ৩০ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
 
সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থী মো. বোরহান উদ্দিন জানান, চেয়ারম্যান পদে এ ইউপিতে আশকর আলী (নৌকা), মেজবাহ উদ্দিন (লাঙ্গল) ও জয়নাল আবদীন (পাখা) প্রার্থী হয়েছেন।
তিনি জানান, সকাল থেকে সুষ্ঠু ভোট হচ্ছে। পুলিশ, ম্যাজিস্ট্রেট এর পাশাপাশি বিজিবি টহল দিচ্ছে। প্রশাসনের নজরদারি বেশি বলে কোনো সমস্যা হচ্ছে না।
 
১১টি ইউপির মধ্যে তেঘরিয়া ও কোন্ডায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুই প্রার্থী জজ মিয়া ও ফারুক চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
 
এ দুই ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন না হওয়ায় সাধারণ মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে নির্বাচন হচ্ছে।
 
এছাড়া জিনজিরা, আগানগর, শুভাঢ্যা, কালিন্দী, শাক্তা, রুহিতপুর,  কলাতিয়া, হযরতপুর ও তারানগরে ভোট চলছে।
 
বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
আরইউ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।