ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছাতকে আ’লীগ-বিএনপি সমর্থকদের সংঘর্ষ, আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
ছাতকে আ’লীগ-বিএনপি সমর্থকদের সংঘর্ষ, আহত ৪

সিলেট: সুনামগঞ্জের ছাতকে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুড়লে চারজন আহত হন।

 

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন সাইফুল ইসলাম (১৮), জুনেদ আহমদ (২৪), আঙ্গুর মিয়া ও নরী হোসেন। এদের মধ্যে সাইফুল ও জুনেদকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসেক সুজা মামুন বাংলানিউজকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ রাউন্ড ফাঁকা গুলি করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।

অন্যদিকে দুপুর ২টার দিকে উপজেলার শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তালা ও মোরগ প্রতীকের সাধারণ সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ওই কেন্দ্রে আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তাক্ষেপে ফের ভোট গ্রহণ শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
এনইউ/এটি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।