ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১০

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

 

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ভোটগ্রহণের পর সন্ধ্যার দিকে দূর্গাপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আটজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দু’জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী চাঁদ (প্রতীক: ফুটবাল) ও তাহাজ্জাদ হোসেনের (প্রতীক: আপেল) সমর্থকদের মধ্যে জয়-পরাজয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে কিছুক্ষণের মধ্যে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।