ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নবীনগরে ১১ ইউনিয়নে আ’লীগ ৯, বিদ্রোহী ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
নবীনগরে ১১ ইউনিয়নে আ’লীগ ৯, বিদ্রোহী ২

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নয়টিতে আওয়ামী লীগ ও দু’টিতে স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) মো. আব্দুল কাইয়ূম এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিআইও-১ জানান, ১১টির মধ্যে একটিতে নারীসহ দু’জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বাকি নয়টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বেসরকারি বিজয়ী হয়েছেন।  

নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থীরা হলেন, কাইতলা ইউনিয়নে শওকত আলী, বিটঘর ইউনিয়নে আবুল হোসেন, নাটঘর ইউনিয়নে আবুল কাশেম, বিদ্যাকুট ইউনিয়নে এনামুল হক, শ্রীরামপুর ইউনিয়নে আজহার হোসেন সরকার, ইব্রাহিমপুর ইউনিয়নে আবু মোছা, রসুল্লাবাদ ইউনিয়নে আলী আকবর, লাউর ফতেহপুর ইউনিয়নে ফারুক আহমেদ ও সাতমোড়া ইউনিয়নে মাসুদ রানা।

এছাড়া বীরগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কবির আহমেদ (ঘোড়া প্রতীক) ও নবীনগর পূর্ব ইউনিয়নে নারী স্বতন্ত্র প্রার্থী মৌসুমী আক্তার (আনারস প্রতীক) চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।