কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে সাতটিতে আওয়ামী লীগ, তিনটিতে বিএনপি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে জয়লাভ করেছেন।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ভোটগ্রহণের পর গণনা শেষে উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্রটি আরো জানায়, নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনীত দিঘীরপাড় ইউনিয়নের আমিন মো. ফারুক, কৈলাগ ইউনিয়নের গোলাম কিবরিয়া, পিরিজপুর ইউনিয়নের জাফর ইকবাল জুয়েল, দিলালপুর ইউনিয়নের গোলাম কিবরিয়া নোভেল, গাজীরচর ইউনিয়নের মো. জুয়েল মিয়া, হিলচিয়া ইউনিয়নের মাজহারুল হক নাহিদ ও মাইজচর ইউনিয়নের তৈয়্যবুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বিএনপির মনোনয়ন নিয়ে হালিমপুর ইউনিয়নের হাজী মো. কাজল ভূঁইয়া, হুমাইপুর ইউনিয়নের মো. মানিক মিয়া ও সরারচর ইউনিয়নের মো. মহসিন মিয়া (প্রতীক: ধানের শীষ) জয়ী হয়েছেন।
বলিয়াটি ইউনিয়নে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শাফি মিয়া।
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
এসআই