ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচনী সহিংসতায় নিহত ৬

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৬
নির্বাচনী সহিংসতায় নিহত ৬ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের বিভিন্ন জেলায় দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে ও নির্বাচন পরবর্তী সহিংসতায় ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় তিনজন, নাটোরের লালপুরে একজন, যশোরে একজন ও ঢাকার কেরানীগঞ্জে এক শিশু রয়েছে।

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নে একটি ভোটকেন্দ্রে ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সংঘর্ষে আল আমিন (৩৪) নামে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে বাউরিয়া ইউনিয়নের চর বাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

চট্টগ্রামের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার তিনজন নিহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

নিহত তিনজন হলেন- চর বাউরিয়ার মৃত শাহ আলমের ছেলে জামাল (৩২), মোজাফফর আহমদের ছেলে সানাউল্লাহ (২৭) ও ইব্রাহিম (২৮)।

এদিকে, ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নে মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গুলিতে শুভ (৯) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ১১টার দিকে ঘটনা ঘটেছে স্থানীয় প্রশাসন জানায়।

নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী সহিংসতায় আহত বিএনপি কর্মী বিপ্লব (৪৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বাংলানিউজকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুপুর দেড়টার দিকে উপজেলার লালপুর ইউনিয়নের বাকনাই এবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রে ও আড়বাব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ দু’টি কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

আহতদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অপরদিকে, যশোর সদর উপজেলার চাঁচরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গোলাম বাবু (৭০) নামে এক বাদাম বিক্রেতা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে ভাতুড়িয়া ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে বলে বাংলানিউজকে জানান যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন।

নিহত গোলাম বাবুর বাড়ি জেলা শহরের খোলাডাঙ্গা এলাকায়।

তিনি আরও জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে হয়েছে। এ ঘটনার পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্ট‍া, এপ্রিল ০১, ২০১৬/আপডেট: ০২৫৫ ঘণ্টা
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।