চাঁদপুর: চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ১৮টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ১৪ প্রার্থী ও বিএনপি মনোনীত তিন প্রার্থী জয়ী হয়েছেন। এছাড়া তিন কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত থাকায় একটি ইউপির ফলাফল ঘোষণা করা হয়নি।
এর মধ্যে সদর উপজেলার ১২ ইউপির মধ্যে ১০ ইউপিতে আওয়ামী লীগ ও দু’টি ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
আর হাইমচরের ছয় ইউপির মধ্যে চারটিতে আওয়ামী লীগ প্রার্থী ও একটিতে বিএনপি প্রার্থী জয়লাভ করেছেন। এ উপজেলার ছয় নম্বর চরভৈরবী ইউনিয়নের তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত থাকায় ফলাফল ঘোষণা হয়নি।
চাঁদপুর জেলা নির্বাচন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্রটি জানায়, সদর উপজেলার আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীরা হলেন- এক নম্বর বিষ্ণপুর ইউনিয়নের মো. নাছির উদ্দিন খান শামীম (প্রাপ্ত ভোট: ১১ হাজার ৫৪০), দুই নম্বর আশিকাটিতে বিল্লাল হোসেন মাস্টার (প্রাপ্ত ভোট: ৯৪৫৭), তিন নম্বর কল্যাণপুর ইউপিতে সাখাওয়াত হোসেন পাটোয়ারী রনি (প্রাপ্ত ভোট: ৩৫৯৩), পাঁচ নম্বর রামপুর ইউপিতে আল মামুন পাটোয়ারি (প্রাপ্ত ভোট: ৬৮৮৪), সাত নম্বর তরপুরচন্ডী ইউপিতে ইমাম হাসান রাসেল গাজী (প্রাপ্ত ভোট: ৩৪২০), আট নম্বর বাগাদী ইউপিতে বেলায়েত হোসেন গাজী বিল্লাল (প্রাপ্ত ভোট: ১৩ হাজার ২০), ১১ নম্বর ইব্রাহিমপুর ইউপিতে আবুল কাশেম খান (প্রাপ্ত ভোট: ২৪৮৭), ১২ নম্বর চান্দ্রা ইউপিতে খান জাহান আলী কালু (প্রাপ্ত ভোট: ৬৪৩৪), ১৩ নম্বর হানারচর ইউপিতে আব্দুস সাত্তার রাড়ী (প্রাপ্ত ভোট: ২১১৬) ও ১৪ নম্বর রাজরাজেশ্বর ইউপিতে হযরত আলী বেপারী (প্রাপ্ত ভোট: ৩৪৩৬)।
এই উপজেলার বিএনপির বিজয়ীরা প্রার্থী হলেন- চার নম্বর শাহমাহমুদপুর ইউপিতে স্বপন মাহমুদ (প্রাপ্ত ভোট: ৫৮৮৮) ও ছয় নম্বর মৈশাদী ইউনিয়নে মনিরুজ্জামান মানিক (প্রাপ্ত ভোট: ৩২৮৭)।
হাইমচর উপজেলায় আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীরা হলেন- এক নম্বর গাজীপুর ইউনিয়নে মো. হাবিবুর রহমান গাজী (প্রাপ্ত ভোট: ১১৮১), দুই নম্বর আলগী দূর্গাপুর উত্তর ইউপিতে মনির আহামেদ দুলাল (প্রাপ্ত ভোট: ৪০৩৬), চার নম্বর নীলকমল ইউপিতে সালাউদ্দিন আহামেদ সর্দার (প্রাপ্ত ভোট: ৫৭৪৪) ও পাঁচ নম্বর হাইমচর ইউপিতে শাহাদাত হোসেন সরকার (প্রাপ্ত ভোট: ৩৯৪২)।
আর বিএনপির একমাত্র বিজয়ী প্রার্থী হচ্ছেন তিন নম্বর আলগী দূর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদে সর্দার আবদুল জলিল মাস্টার (প্রাপ্ত ভোট: ৫৭৩৮)।
বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৬
এসআই