ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তনু হত্যার বিচার গণমানুষের দাবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৬
তনু হত্যার বিচার গণমানুষের দাবি

ঢাকা: কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও পরে হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

শুক্রবার (০১ এপ্রিল) এক বিবৃতিতে এ ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, তনু ধর্ষণ ও হত্যাকাণ্ড সমগ্র জাতিকে স্তম্ভিত ও কলঙ্কিত করেছে।

গোটা জাতির সভ্যতাকে করেছে প্রশ্নবিদ্ধ। তনু হত্যার দায় রাষ্ট্র ও সরকার এড়াতে পারে না।

এ হত্যার বিচারে প্রয়োজনে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করা উচিত মন্তব্য করে তারা বলেন, রাষ্ট্র ও জনগণের স্বার্থেই এর দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। তনু হত্যার বিচার এখন গণমানুষের দাবি।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।