ঢাকা: সদ্য সমাপ্ত দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতার ঘটনায় নির্বাচন কমিশনের (ইসি) প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি বলেন, গতকালও (বৃহস্পতিবার) ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ জন প্রাণ হারিয়েছে।
সুরঞ্জিত সেনগুপ্ত শুক্রবার (১ এপ্রিল) পুজা উদযাপন পরিষদের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলন। ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, ‘বাংলাদেশের নির্বাচন কমিশন বিশ্বের সবচেয়ে শক্তিশালী নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ইচ্ছা করলে নির্বাচন বাতিলও করতে পারেন, ইচ্ছা করলে নির্বাচন গ্রহণও করতে পারেন। যে কারও চাকরি খেতে পারে। কিন্তু এ কেমন কমিশন, নড়েও না, চড়েও না। আগায়ও না পিছায়ও না। একটা কিছু ক গোলাপি একটা কিছু ক। তাদের তো কথা বলতে হবে। একটা কিছু তো করতে হবে। ’
তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতকালও নয়জন মারা গেল। আমি দেখি এর মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদেরও আত্মাহুতি দিতে হচ্ছে। এই নির্বাচন কমিশন এদের রক্ষা করতে পারছে না। এখানে আমরা কেউই চক্ষু বুজে থাকতে পারি না।
সুরঞ্জিত বলেন, ‘এতগুলো মানুষ মারা গেল! তাও যদি এটা থাকত যে, বিচার হয়। বিচার করেন না, বিচার করার জায়গায় কথা বলেন না। বলার সাহস রাখেন না। ইনিয়ে-বিনিয়ে অন্যভাবে বলার চেষ্টা করেন যে, এটা করায় ঠিক হইছে। এই হাইব্রিড যারা বইসা থাকেন আমি তো দেখি। এইগুলা কমাতে হবে। ’
সুরঞ্জিত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘আপনি বলেছেন বল এখন শেখ হাসিনার কোর্টে। আপনি তো বড় খেলোয়াড়, আপনি আপনার বল কোথায় হারাইছেন। আপনি কোনটা খেলতে চান। ফুটবল, ক্রিকেট, না ভলিবল। ফুটবল পেয়েছেন কোথাও। ’
সুরঞ্জিত বলেন, যদি নির্বাচন চান নির্বাচন হবে। আমরা নির্বাচনে অবিশ্বাসী না, সংবিধানে অবিশ্বাসী না। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে এর আগে না।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৬
এসকে/আরআই