ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধা বিএনপির সভাপতিসহ ৭৭ জনের বিরুদ্ধে চার্জশিট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
গাইবান্ধা বিএনপির সভাপতিসহ ৭৭ জনের বিরুদ্ধে চার্জশিট

গাইবান্ধা: বিএনপি জোটের বিগত হরতাল-অবরোধের সময় গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাট এলাকায় বাসে পেট্রলবোমা হামলার মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

 

ঘটনার এক বছর এক মাস ১৯ দিন পর দেওয়া অভিযোগপত্রে জেলা বিএনপির সভাপতি আনিছুজামান খান, জেলা জামায়াতের আমির আব্দুর রহিম সরকার, বরখাস্তকৃত পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা নজরুল ইসলাম ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা মোরশেদ হাবীবসহ ৭৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।


 
গত ২৫ মার্চ আদালতে অভিযোগপত্র দেওয়া হলেও রোববার (০৩ এপ্রিল) বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানানো হয়।

 

মামলার তদন্ত কর্মকর্তা গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, গত ২৫ মার্চ গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে ওই অভিযোগপত্র দেওয়া হয়।

২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার তুলসীঘাট পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন এলাকায় একটি বাসে পেট্রোলবোমা হামলার ঘটনা ঘটে। এতে শিশুসহ আটজন নিহত এবং অন্তত ৪০ জন দগ্ধ হয়।

পরদিন গাইবান্ধা সদর থানার এসআই মাহবুব হোসেন বাদী হয়ে ৬০ জনের নাম উল্লেখ ও ২৮/৩০ জনকে অজ্ঞাতপরিচয় দেখিয়ে বিশেষ ক্ষমতা আইনে সদর থানায় মামলা করেন।
 
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।