বরিশাল: সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগের মামলা থেকে মুক্তি পেয়েছেন বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদকসহ বিএনপির ১০ নেতাকর্মী।
রোববার (০৩ এপ্রিল) অভিযুক্তদের উপস্থিতিতে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অমিত কুমার দে এ রায় দেন।
মুক্তিপ্রাপ্তরা হলেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক ওয়ার্ড কাউন্সিলর মো. জিয়া উদ্দিন সিকদার, বরিশাল দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক খন্দকার আবুল হাসান লিমন, বিএনপি নেতা আলাউদ্দিন, বেলায়েত হোসেন, মশিউর রহমান টিটু, মাহফুজ, মো. নজরুল, হেলাল উদ্দিন ও ছাত্রদল নেতা এইচ এম তসলিম উদ্দিন।
আসামিপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ ইমন জানান, ২০১১ সালের ১৩ জুন দুপুরে নগরীর নতুন বাজার বেবীস্ট্যান্ডে বিনা অনুমতিতে মিছিল করে বিএনপি।
১৬ জুন ওই মিছিল থেকে পুলিশেল কাজে বাধা ও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইরানুল ইসলাম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা করেন।
ওই বছরের ১৮ সেপ্টেম্বর আদালতে ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা পিএসআই গোলাম কবির। বিচারক ১২ জনের মধ্যে ৫ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামিদের মুক্তির নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
এসআর