ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘আমিনুল হত্যায় প্রকৃত খুনিদের আড়াল করা হচ্ছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
‘আমিনুল হত্যায় প্রকৃত খুনিদের আড়াল করা হচ্ছে’

ঢাকা: শ্র‌মিক নেতা আ‌মিনুল ইসলাম হত্যাকাণ্ডে সিআইডির দেওয়া চার্জশিটে  (অ‌ভি‌যোগপত্র) প্রকৃত খুনি‌দের আড়াল করা হয়েছে বলে অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন বাংলা‌দেশ গা‌র্মেন্টস অ্যান্ড ইন্ডা‌স্ট্রিয়াল শ্র‌মিক ফেডা‌রেশনের সভাপ‌তি বাবুল আকতার।

‌সোমবার (০৪ এপ্রিল) ঢাকা রি‌পোর্টার্স ইউনি‌টির (ডিআরইউ) গোল‌টে‌বিল মিলনায়ত‌নে এক সংবাদ স‌ম্মেল‌নে তি‌নি এ অ‌ভি‌যোগ ক‌রেন।



‌লি‌খিত বক্ত‌ব্যে বাবুল আকতার ব‌লেন, শ্র‌মিক নেতা আমিনুলের খুনি মোস্তা‌ফিজু‌র রহমা‌নের একার প‌ক্ষে তাকে হত্যা করা সম্ভব নয়। তার স‌ঙ্গে কে বা কারা ছি‌লেন তাদেরও খুঁজে বের কর‌তে হবে।

‘আমিনুল‌কে হত্যার আগে গোয়েন্দা সদস্যদের সঙ্গে মোস্তাফিজুর ক‌য়েক দফায় মোবাই‌ল ফোনে কথা বলেছেন। এ মামলার পর সরকার তা‌কে ধরার জন্য পুরস্কার ঘোষণা কর‌লেও এখনও তিনি গ্রেফতার হননি। উল্টো তা‌কে পলাতক দে‌খি‌য়ে মামলার অ‌ভি‌যোগপত্র দেওয়া হ‌য়ে‌ছে,’ অভিযোগ করেন তিনি।  

তি‌নি বলেন, মোস্তা‌ফিজুর য‌দি পলাতক বা নি‌খোজ হ‌য়ে থা‌কেন ত‌বে তার প‌রিবার কেন উদ্বিগ্ন নয়? তার খোঁজ চেয়েও এখন পর্যন্ত কিছু বলেননি তারা।

এই শ্রমিক নেতা বলেন, হত্যাকারী‌দের শনা‌ক্তের জন্য আমিনুলের গায়ে যেসব পোশাক ছিল সেগু‌লোর ডিএনএ টেস্ট করে প্রকৃত খুনিদের গ্রেফতার ক‌রে শা‌স্তির আওতায় আনার দা‌বি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সংগঠনের শ্রমিক সংগঠনের নেতারাসহ আমিনুলের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
 
বাংলা‌দেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৬
এমআই‌কে/এমআইএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।