মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উত্তর ও দক্ষিণ ভরাট গ্রামের নয় নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদ প্রার্থী আব্দুল লতিফ মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন চারশ’ প্যাকেট খাবার নিয়ে।
বুধবার (৬ এপ্রিল) এতো খাবার নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসা প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচন করতে ক’ ট্যাকা (টাকা) খরচ হবে? আমার ছেলে বিদেশ থাকে।
এতে নির্বাচনী অচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলা হলে উল্টো প্রশ্ন করে আব্দুল লতিফ বলেন, ওই সব আচরণবিধি ফিদি বুঝি না। আমার সঙ্গে আসা নেতাকর্মীরা কি খাবে না?
তার সঙ্গে তিন/চারশ’ নেতাকর্মী এসেছেন বলেও দাবি করেন তিনি।
এছাড়া সাহারবাটি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য ও এবারের সদস্য প্রার্থী শাহাবুদ্দীন, ধানখোলা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের যুগিন্দা গ্রামের জাফর আলী, বামুন্দী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আছাদুল বিশ্বাস, সাহারবাটি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড সাহারবাটি গ্রামের আকালী হোসেন, ষোলটাকা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য বানিয়াপুকুর গ্রামের সদস্য প্রার্থী আলী হোসেন এবং ধানখোলা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ঢ্যাপা গ্রামের সদস্য প্রার্থী কফেল উদ্দীন মোটরসাইকেল, আলমসাধু, করিমন নিয়ে এসে শো ডাউন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় তারাও কর্মী ও সমর্থকদের মধ্যে খাবারের প্যাকেট সরবরাহ করেন।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
এসআই