ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গাংনীতে আ’লীগ প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বোমা হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৬
গাংনীতে আ’লীগ প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বোমা হামলা

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (০৮ এপ্রিল) রাত ৮টার সময় বেতবাড়িয়া গ্রামে এ বোমা হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা বাংলানিউজকে জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু নাতেক বেতবাড়িয়া গ্রামে জনসভা শেষে তার কর্মী-সমথর্কদের নিয়ে ফিরিছলেন। গ্রামের শেষ মাথায় আসার সঙ্গে সঙ্গে পেছন থেকে দুর্বৃত্তরা একটি বোমা ছুঁড়ে মারে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রাথী আবু নাতেক বাংলানিউজকে জানান, ভোটারদের মাঝে ভয়-ভীতি সৃষ্টির জন্য প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।