সাতক্ষীরা: শিবিরকে সক্রিয় করার অভিযোগে সাতক্ষীরা জেলা গণফোরামের সভাপতি আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (০৯ এপ্রিল) দুপুর ২টার দিকে সাতক্ষীরা শহরতলীর কদমতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বাংলানিউজকে জানান, শিবিরের কর্মীদের সক্রিয় করার অভিযোগে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে। তিনি একাধিক মামলায় ওয়ান্টেড ছিলেন।
ওসি জানান, দুইদিন আগে গ্রেফতার হওয়া সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন শিবিরের সভাপতি সাইফুল ইসলামের তথ্য অনুযায়ী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, স্থানীয় সূত্র জানায়, আব্দুল্লাহ আল মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে শিবিরের রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরে সাতক্ষীরায় ফিরে জাতীয় পার্টি হয়ে গণফোরামে যোগ দেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৬
এসআর