দিনাজপুর: দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোটের (খতিব-এমাম) প্যানেল বিজয়ী হয়েছে।
সভাপতি ও সাধারণ সম্পাদকসহ এ প্যানেল ১৫টি পদের মধ্যে ১২টি পদে জয়লাভ করেছে।
অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (পুতুল-তাহের) প্যানেল তিনটি পদে বিজয়ী হয়েছে।
শুক্রবার (০৮ এপ্রিল) দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়। শনিবার ভোরে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোট সমর্থিত প্যানেলের বিজয়ীরা হলেন সভাপতি খতিবুদ্দিন ুআহম্মদ (ভোট ২৩১), সহ সভাপতি মো. মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. এমাম আলী (ভোট ২৭৩), সহ সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল আজিম সরকার খোকন ও মো. রইস উদ্দীন, কোষাধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম শাহ, ধর্ম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. মাইনুল আলম, পাঠাগার সম্পাদক মো. মাহাফুজ আলী চৌধুরী এবং নির্বাহী সদস্য একেএম মনজুর রশিদ রতন, মো. আজেদুর রহমান, মো. শাহিনুর রহমান মানিক ও রিফাত আরা রিতু।
আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (পুতুল-তাহের) থেকে নির্বাচিতরা হলেন, সহ সভাপতি মো. নুরুল ইসলাম-৪, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. কামরুজ্জামান শামস্ বুলবুল ও নির্বাহী সদস্য সৌরভ রায়।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৬
এসআর