ধুনট (বগুড়া): নির্বাচনী আচারণ বিধি ভঙ্গের দায়ে বগুড়ার ধুনটের নিমগাছি ইউনিয়নে দুই চেয়ারম্যান ও এক নারী সদস্য প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (০৯ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান তাদের এ জরিমানা করেন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী রাজেশ খান বাংলানিউজকে জানান, এদের মধ্যে দেওয়াল ও গাছের সঙ্গে নির্বাচনী পোস্টার লাগানোর দায়ে বিএনপির মনোনীত প্রার্থী পুটু মণ্ডল ও স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
নির্ধারিত সময়ের আগেই মাইকে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী সদস্য প্রার্থী কোহিনুর খাতুনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৬
এএটি/পিসি