ঢাকা: বাঁশখালীর ঘটনা ও ঘটনার পরবর্তী ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বাঁশখালীর ঘটনায় মানুষকে ভুল ব্যাখ্যা দিয়ে উত্তেজিত ও আতঙ্ক তৈরি করা হয়েছে। তাদের প্রশাসনের বিপরীতে দাঁড় করানোর কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।
এ ঘটনার পেছনে বিএনপি-জামায়াত নেতাদের প্রত্যক্ষ ইন্ধন ছিল বলে অভিযোগ করে তিনি বলেন, যেসব নেতা গরম বক্তৃতা দিয়েছেন, তারা বিএনপি-জামায়াতের নেতা।
পরিবেশ সম্পর্কে ধারণা নেই যাদের, তাদের অনেকেই পরিবেশ রক্ষার স্লোগান দিয়ে বাঁশখালীতে গিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
ড. হাছান মাহমুদ বলেন, অর্থনীতি, রাজনীতি, বাংলা ও আইনের ছাত্রও এখন পরিবেশবিদ। তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছেন। এটা বাংলাদেশের জন্য বড় দুর্ভাগ্য।
বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সঙ্গে জড়িতদের সমস্ত মান রক্ষা ও পরিবেশের যেন কোনো ক্ষতি না হয় সেদিকে নজর রাখতেও অনুরোধ জানান আওয়ামী লীগের এ নেতা।
বাঁশখালীর ঘটনায় দায়ীদের পাশাপাশি এ ঘটনার সময় ও পরের ইন্ধনদাতাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ জানান হাছান মাহমুদ।
তিনি অভিযোগ করেন, দেশের কোনো উন্নয়ন হতে গেলে একটি দল নেমে পড়েন পরিবেশের ক্ষতি হবে- এ ধরনের মুখরোচক কথা বলে। বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেন তারা। যারা এসব করেন, তারা দেশের উন্নয়ন চান না। তারা বাংলাদেশের উন্নয়নের শত্রু।
‘খালেদা জিয়া বলেন, দেশে নাকি উন্নয়ন হয়নি, কয়েকটি ফ্লাইওভার হয়েছে মাত্র’ উল্লেখ করে হাছান মাহমুদ তার উদ্দেশ্যে বলেন, ‘সুন্দর গাড়ি চড়ে দেশের বিভিন্ন স্থানে যান। এ রকম রাস্তা ছিল না আগে’।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে তিনি বলেন, ‘ভারমুক্ত হওয়ায় ভেবেছিলাম, মিথ্যা বলা বন্ধ ও কথাবার্তায় পরিবর্তন আনবেন তিনি। কিন্তু সেটা তিনি করেননি’।
‘বিএনপির নতুন কমিটি আন্দোলনে সফল হবে’- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বিএনপির আন্দোলনের সফলতা কৌতুকে পরিণত হয়েছে।
আওয়ামী লীগ নেতাকর্মীদের অনুরোধ জানিয়ে হাছান মাহমুদ বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখতে হবে।
সংগঠনের সভাপতি মো. শাহাদাত হোসেন ফয়েলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক এমএ করিম, ব্যারিস্টার জাকির আহমেদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
আরইউ/এএসআর