ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘সম্মানী লোকের রাজনীতি করার পরিবেশ নেই’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
‘সম্মানী লোকের রাজনীতি করার পরিবেশ নেই’ ছবি: শাকিল- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের যে অবস্থা তাতে সম্মানী লোকের রাজনীতি করার পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ গার্মেন্টস, টেক্সটাইল অ্যান্ড লেদার ওয়ার্কার্স ফেডারেশন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

সংগঠনের প্রয়াত সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহেরে প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, দেশে এখন যে নির্যাতন চলছে, তাতে সম্মানী লোক ও শ্রমিক নেতাদের আন্দোলন করা কঠিন। এখন কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ লুট হয়। ভবন নির্মাণের মডেল পরিবর্তন হয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার হয়। এই হল দেশের অবস্থা।

তিনি বলেন, স্বাধীন দেশে মসজিদে খুন হয়, প্যাগোডায় হত্যা করা হয়, গির্জায় আঘাত করা হয়। এক সঙ্গে ৩/৪ জন শিশু নিখোঁজ হয়ে যায়। এখন দেশের প্রত্যেক নাগরিক নিরাপত্তাহীনতায় ভুগছে। এর থেকে বের হতে হবে।

তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, তোমাদের সংগ্রাম করতে হবে সত্য প্রতিষ্ঠার জন্য। আমরা জরুরি অবস্থা মানি নাই, সামরিক আইন মানি নাই সংগ্রাম করেছি। তোমাদেরও সেভাবেই কাজ করতে হবে।

সরকারি কর্মচারীদের মতো শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৮ হাজার টাকা করার দাবি করেন তিনি।

বাংলাদেশ গার্মেন্টস, টেক্সটাইল অ্যান্ড লেদার ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি কুতুবউদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন- শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন ও শ্রমিক নেত্রী শামীমা নাসরিন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
এসএম/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।