বগুড়া: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী তনু হত্যার বিচার ও বর্ষবরণে নারী লাঞ্ছনাসহ দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে নারী মুক্তিকেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
বুধবার (১৩ এপ্রিল) দুপুরে শহরের সাতমাথা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
নারী মুক্তিকেন্দ্র জেলার সমন্বয়ক নূরজাহান রেখার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ নেতা আমিনুল ইসলাম, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি শীতল সাহা, সাধারণ সম্পাদক বনানী রায় ববি, নারী মুক্তিকেন্দ্র জেলার সদস্য আতিয়া বেগম ডলি, নওশীন মোস্তারী সাথী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশব্যাপী নারী-শিশু নির্যাতন বেড়েই চলেছে। গত বছর পহেলা বৈশাখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নারী লাঞ্ছনার ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এক বছরেও সেই ঘটনার বিচার হয়নি।
অন্যদিকে তনুর মতো মেধাবী ছাত্রীকে ধর্ষণ করে হত্যা করা হয়। এসব ঘটনায় দেশব্যাপী আন্দোলন চললেও সরকার এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে। এ পরিস্থিতিতে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।
তাই দেশব্যাপী নারী-শিশু নির্যাতন হত্যার বিরুদ্ধে সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার জন্য সবস্তরের মানুষের প্রতি আহ্বান জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
এমবিএইচ/এএসআর