ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচনে সহিংসতা ও হতাহতে উদ্বেগ বিএনপির

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
ইউপি নির্বাচনে সহিংসতা ও হতাহতে উদ্বেগ বিএনপির ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ইউনিয়ন পরিষদ নির্বাচনে অব্যাহত সহিংসতা ও হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।

বুধবার ( ১৩ এপ্রিল) বেলা সোয়া এগারোটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ অভিযোগ করেন।

রিজভী আহমেদ বলেন, প্রথম ও দ্বিতীয় দফা নির্বাচনে ৪৫ জন নিহত ও পাচঁশতাধিক লোক  আহত হয়েছে। প্রথম দু’দফা নির্বাচনে সহিংসতার পর আবার তৃতীয় ও চতার্থ দফা ইউপি নির্বাচনেও সরকারের সন্ত্রাসী বাহিনী তাণ্ডব শুরু করেছে। ক্ষমতাসীনদের অস্ত্রের ঝনঝনানিতে  গ্রামগঞ্জের মানুষ আতংকিত হয়ে পরেছে।  

নির্বাচন সুষ্ঠু হয়েছে ইসি এমন মিথ্যা বক্তব্য দিলেও পরবর্তীতে নির্বাচন কমিশন বিবৃতি দিয়ে বলেছিল, প্রথম  ও দ্বিতীয় দফা নির্বাচনে সহিংসতা হলেও পরবর্তী নির্বাচনগুলো সুষ্ঠু হবে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। কিন্তু ইসির কথায় দৃশ্যমান কোন অগ্রগতি দেখছি না। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ছায়াসুনিবিড় গ্রামে অসংখ্য নেকড়ের আক্রমণের মতো। প্রাণহানি, বিরোধী দলের প্রার্থীদের অপহরণ ও মনোনয়নপত্র কেড়ে নেওয়া, নির্বাচনী প্রচারণায় বাধা, ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকির মাত্রা বৃদ্ধি করা ইত্যাদি নির্বাচন বিনাশী অপকর্ম অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব  সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।