ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

ধুনটে আওয়ামী লীগ প্রার্থীকে জরিমানা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
ধুনটে আওয়ামী লীগ প্রার্থীকে জরিমানা

ধুনট (বগুড়া): নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আজমল হককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪এপ্রিল) বিকেল ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শাহ মো. শামসুজ্জোহা তাকে এ জরিমানা করেন।

তিনি বাংলানিউজকে জানান, তৃতীয় ধাপের ইউপি নির্বাচন ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। নিমগাছি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আজমল হক আচরণ বিধি লঙ্ঘন করে সোনাহাটা বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। এ কারণে নির্বাচনী আচরণ বিধির ৮ (১) ধারায় ওই চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
এটিআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।