সৈয়দপুর (নীলফামারী): এ সরকারের আমলে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৬ এপ্রিল) বিকেলে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার ইউপি নির্বাচনের নামে মানুষ হত্যা করছে। এদিকে সিইসি বলছেন নির্বাচন সুষ্ঠু হচ্ছে। তাই এ সরকারের আমলে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না।
ফখরুল বলেন, মহাসচিব হওয়ার পর দায়িত্ব অনেক বেড়ে গেছে। এলাকার লোক আমাকে অনেক ভালোবাসে। সেই ভালোবাসার টানে সুযোগ পেলে এলাকায় ছুঁটে আসি।
জোটের সভায় সিদ্ধান্ত নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম শুরু হবে। সরকারের কর্মকাণ্ডের বিষয়ে বিএনপি প্রতিনিয়ত আন্দোলন করে আসছেন। শিগগিরই বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
মহাসচিব আরও বলেন, সরকার আমাদের সম্মেলনে বাধা দিয়েও কোনো লাভ করতে পারেনি। বিএনপি এখন সাংগঠনিক ভাবে অনেক শক্তিশালী দলে পরিণত হয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ্য থেকে দায়িত্ব পালন করে যেতে পারি।
মহসচিব করায় দলের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
পরে তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার পথে রওনা দেন।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
এটিআর/এসএইচ