মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত যুবক জুয়েল মল্লিক (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার (১৬ এপ্রিল) বিকেলে ঢাকার নর্দান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ এপ্রিল) সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিজয়ী চেয়ারম্যান কুদ্দুস মল্লিক ও আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সোহরাব খান গ্রুপের মধ্যে সংর্ঘষ হয়। এসময় দু’গ্রুপের ৭ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হন।
জুয়েল মোস্তফাপুর ইউনিয়নের সোনা মল্লিকের ছেলে।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান ফকির জুয়েল মল্লিকের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।
শনিবার বিকেলে এ ঘটনাকে কেন্দ্র করে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ।
নির্বাচিত চেয়ারম্যান কুদ্দুস মল্লিক বাংলানিউজকে বলেন, আমার এক কর্মী শনিবার গুলিবিদ্ধ অবস্থায় নর্দান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
আরবি/এসএইচ