ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগ ও বিরোধী দল জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন।
সোমবার (১৮ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা নাগাদ উপজেলার সোহাগী ইউনিয়নের সোহাগী বাজারের কাঁচারি পুকুর পাড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান ও জাপা প্রার্থী আব্দুল কাদিরের সমর্থকদের মধ্যে সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিলো।
বিকেলে আওয়ামী লীগ প্রার্থী মো. হাবিবুর রহমান নির্বাচনী প্রচারণা চালানোর জন্য সোহাগী ইউনিয়নের বৃ-কাঠালিয়া গ্রামে গেলে খবর পেয়ে জাপা প্রার্থী আবদুল কাদির ও তার সমর্থকরা তাকে ধাওয়া করে। এ খবর পেয়ে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা পাল্টা ধাওয়া দিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুই পুলিশ সদস্যসহ উভয়পক্ষের ২০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত মজিবুর রহমানকে (৬০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও আবদুল মান্নান (৬৫), শাহিন (১৮) ও মান্নান মিয়া (৬২), আবদুল হাই (৪৮), জুয়েল মিয়াকে (২৫) ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বাংলানিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
এএটি/বিএস