ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘জনগণ ও গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান সরকারের’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
‘জনগণ ও গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান সরকারের’

ঢাকা: ভিন্ন মতের রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে জনগণ ও গণতন্ত্রের বিরুদ্ধে সরকার অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ঢাকা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে আলোচনা সভার আয়োজন করে জাগপা।

মির্জা ফখরুল বলেন, শুধু অন্যায় ও রাজনৈতিক উদ্দেশে তাকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়া হয়েছে। এই গ্রেফতার গোটা জাতিকে নাড়া দিয়েছে। শফিক রেহমান একজন প্রবীণ ‍সাংবাদিক। তিনি দেশ ও দেশের মানুষের পক্ষে লিখতেন। তার লেখনি বন্ধ করতেই গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, যে দলটি গণতন্ত্র ও স্বাধীনতার জন্য লড়াই করছে, সেদলটি এখন গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান করছে। দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান করছে।  

ফখরুল বলেন, সরকার তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়। তাদের সঙ্গে জনগণ নেই। সে সরকার দেউলিয়া হয়ে পড়ছে।   সরকারের মন্ত্রীদের সাজা হলেও তারা মন্ত্রীত্ব চালাচ্ছে।

জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায়  বক্তব্য রাখেন- জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্ত‍ফা জামাল হায়াদর, ২০ দলীয় জোট নেতা ফরিদুজ্জামান ফরিদ প্রমুখ।    

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
এমএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।