রাজশাহী: বিনাভোটে ২০০’র বেশি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সরকার তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নয়া যুগ্ম মহাসচিব হারুন-অর রশীদ।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, দলীয় প্রতীকে নির্বাচন হলেও বিরোধী রাজনৈতিক সংগঠনগুলোকে প্রচার-প্রচারণা ও পোস্টার টাঙাতে বাধা দেওয়া হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের রাণীহাটি ইউনিয়নের প্রার্থীকে প্রচারণা চালাতে দেওয়া হচ্ছে না। এমনকি প্রার্থীদের মাইকিংও করতে দেওয়া হচ্ছে না। মামলা ও হামলার ভয় দেখানো হচ্ছে। এতে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঝিলিম ইউনিয়নেও একই অবস্থা। সেখানে গভীর রাতে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করছে।
হারুন অভিযোগ করে বলেন, চরঅনুপনগর ইউপিতে ধানের শীষ প্রতীকে ভোট করার কারণে সরকার দলীয় প্রার্থী পুলিশ ডেকে বিএনপির এক কর্মীকে ধরিয়ে দিয়েছেন। প্রতিনিয়তই গ্রেফতারের হুমকি দেওয়া হচ্ছে।
এ সময় তিনি সাংবাদিক শফিক রেহমান ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং গাজীপুরের মেয়র এমএ মান্নানের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও তাদের মুক্তিরও দাবি জানান।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হেনা, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, সহ-সভাপতি নজরুল হুদা, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান পিন্টু, আসলাম সরকারসহ স্থানীয় নেতারা সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
এসএস/আইএ