ঢাকা: প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা প্রচেষ্টার মামলায় বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতারের পর দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকেও শ্যোন অ্যারেস্ট ও ১০ দিনের রিমান্ড আবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার ( ১৯ এপ্রিল) এক বিবৃতিতে বিএনপি’র মহাসচিব বলেন, ‘সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা মামলায় আবারো দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে রিমান্ড চেয়েছে পুলিশ।
ফখরুল আরও বলেন, ‘দীর্ঘ তিন বছর ধরে কারাগারে বন্দি থাকা আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে আবারো কল্পকাহিনী তৈরি করে মিথ্যা সাজানো মামলা দিয়ে গ্রেফতার দেখিয়ে রিমান্ড চাওয়া হয়েছে। কারাবন্দি মাহমুদুর রহমান বর্তমানে খুবই অসুস্থ। তিনি বারবার উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও তাঁকে কেবলমাত্র মানসিকভাবে দুর্বল ও বিপর্যস্ত করতেই সরকার নতুন নতুন মিথ্যা মামলা দিয়ে কারান্তরীণ করে রাখছে।
আমি সরকারের এহেন ষড়যন্ত্রমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও রিমান্ড আবেদন বাতিল করে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি। ’
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
আরআই