ধুনট (বগুড়া): দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে বগুড়ার ধুনটের মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোর্তজা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
সাময়িক ভাবে বহিষ্কৃতরা হলেন- মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছাবেদ আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ওসমান গনি, সদস্য আহাজার আলী ভুঞা ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ চাঁন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোর্তজা বাংলানিউজকে জানান, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান আহম্মেদ জেমস মল্লিক দলীয় মনোনয়ন নিয়ে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে, আওয়ামী লীগের সাময়িক বহিষ্কৃত ওই ৪ নেতা দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। এ কারণে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ৪ নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
২৩ এপ্রিল তৃতীয় ধাপের নির্বাচনে ধুনট উপজেলার মথুরাপুর ইউয়িন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
এসএইচ