ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ার শেরপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
বগুড়ার শেরপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলার ৮নং সুঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) ১নং ওয়ার্ডে সংরক্ষিত সদস্য (মহিলা) পদে মোছা. নিলুফা ইয়াসমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. একেএম আনোয়ারুল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।


 
তিনি জানান, এই ওয়ার্ডে দুইজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে নুরজাহান বেগম তার প্রার্থিতা প্রত্যাহার করায় নিলুফা ইয়াসমিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
 
প্রসঙ্গত, আগামী ৭ মে এই উপজেলার ১০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।