ঢাকা: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়।
তৃতীয় ধাপের নির্বাচনে বেশ কয়েকটি ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা অনিয়ম ও কারচুপির অভিযোগে নির্বাচন বর্জন করেছেন। কিছু জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের গুলিতে দুই পুলিশ গুলিবিদ্ধ হয়েছেন।
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন সহায়তা শাখার তথ্য অনুযায়ী, তৃতীয় ধাপে নির্বাচন হচ্ছে ৬১৬টি ইউনিয়নে। এর মধ্যে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ হয় ৫৯১ ইউপিতে। অপর ২৫ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সাধারণ সদস্য ও মহিলা সদস্য পদে ভোটগ্রহণ হয় ৬১৪ ইউপিতে। ২টি ইউপিতে সব পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ওই দুই ইউপির একটি হচ্ছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা, অপরটি একই উপজেলার চরবংশী (উত্তর)। এক্ষেত্রে সব বিজয়ীদের গেজেট ভোটগ্রহণের পরই প্রকাশ করা হবে।
নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছে ২ হাজার ৬৭০ জনের মতো। সাধারণ সদস্য পদে রয়েছে প্রায় ২১ হাজার জন। আর সংরক্ষিত সদস্য পদে রয়েছে প্রায় ৬ হাজার ৩০০ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ২৫ জন, সাধারণ সদস্য পদে ১৭৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ৭৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
তৃতীয় ধাপের নির্বাচনে ১ কোটি ৯ লাখ ৮০ হাজার ৩৫৫ জন ভোটার ছিলেন। ৬ হাজারের বেশি ভোটকেন্দ্রে লক্ষাধিক ভোটগ্রহণ কর্মকর্তা ও ২ লাখের মতো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত ছিলেন।
১৪টি রাজনৈতিক দল তৃতীয় ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে ১ হাজার ৪৮৭ জন প্রার্থী দিয়েছে। আর স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১ হাজার ১৮৫ জন।
দলীয় প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের রয়েছে ৬২০ জন, বিএনপির ৫৩৯ জন, জাতীয় পার্টির ১৬৭ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ’র ২৬ জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ১২ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র ৯২ জন, জাতীয় পার্টি-জেপি’র ৩ জন।
এছাড়া খেলাফত মজলিসের ২ জন প্রার্থী, বিকল্পধারার ৩ জন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৫ জন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র ১০ জন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ’র ৩ জন, বাসদ ১ জন ও অন্যান্য ৪ জন।
দেশের প্রায় সাড়ে ৪ হাজার ইউপিতে এবার ৬ ধাপে ভোটগ্রহণ করছে ইসি। ইতোমধ্যে ২ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী ৭ মে অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপের ভোটগ্রহণ। এরপর ২৮ মে পঞ্চম ধাপ ও ৪ জুন ষষ্ঠ ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে শেষ হবে ইউপি নির্বাচন।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
ইইউডি/এটি/এসআর