ধুনট (বগুড়া): তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বগুড়ার ধুনট উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫টিতে আওয়ামী লীগ, ২টিতে আ’লীগ বিদ্রোহী, ২টিতে বিএনপি বিদ্রোহী ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরল হাসান বাংলানিউজকে এ তথ্য জানান।
জয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলেন- উপজেলার নিমগাছি ইউনিয়নে আজাহার আলী পাইকার (বিএনপির বিদ্রোহী), চিকাশি ইউনিয়নে নাজমুল কাদির শিপন (আ’লীগ), কালেরপাড়া ইউনিয়নে সাইফুল ইসলাম ফটিক (আ’লীগ বিদ্রোহী), এলাঙ্গী ইউনিয়নে এমএ তারেক হেলাল (আ’লীগ), গোসাইবাড়ি ইউনিয়নে মঈনুল হাসান মকুল (বিএনপি বিদ্রোহী), ভান্ডারবাড়ি ইউনিয়নে বেলাল হোসেন শ্যামল (আ’লীগ), ধুনট সদর ইউনিয়নে লাল মিঞা (স্বতন্ত্র), চৌকিবাড়ি ইউনিয়নে জুলফিকার আলী ভুট্টো (আ’লীগ), মথুরাপুর ইউনিয়নে হারুনর রশিদ সেলিম (আ’লীগ বিদ্রোহী) ও গোপালনগর ইউনিয়নে গোলাম হোসেন সরকার (আ’লীগ)।
বাংলাদেশ সময়: ০৫২২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
এএনজি/এএ