ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কাশিয়ানীর ১৪ ইউনিয়নে আ’লীগ ১০, স্বতন্ত্র ২, স্থগিত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
কাশিয়ানীর ১৪ ইউনিয়নে আ’লীগ ১০, স্বতন্ত্র ২, স্থগিত ২

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি পদে ১০টিতে আওয়ামী লীগ ও দু’টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়া দু’টি কেন্দ্রে ভোট স্থগিত রয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল জানায় কর্তৃপক্ষ।

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদে নির্বাচিতরা হলেন- নিজামকান্দি ইউনিয়নের মহব্বত হোসেন মোল্যা, ফুকরা ইউনিয়নের ইমদাদুল হক মোল্লা, পুইশুর ইউনিয়নের মোল্যা আলিউজ্জামান পান্নু, রাতইল ইউনিয়নের বি এম হারুন অর রশিদ পিনু, হাতিয়াড়া ইউনিয়নের দেব দুলাল বিশ্বাস, মাহামুদপুর ইউনিয়নের মাসুদ রানা, পারুলিয়া ইউনিয়নের মকিমুল ইসলাম, সিংগা ইউনিয়নের প্রণব সরকার, কাশিয়ানী ইউনিয়নের মো. মশিউর রহমান ও সাজাইল ইউনিয়নের কাজী জাহাঙ্গীর আলম।

স্বতন্ত্র হিসেবে বিজয়ীরা হলেন- ওড়াকান্দি ইউনিয়নের বদরুল আলম ও মহেশপুর ইউনিয়নের কাজী আবুল কালাম আজাদ।

এদিকে, রাজপাট ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের রাজপাট কলেজ কেন্দ্রের নির্বাচন স্থগিত হওয়ায় ওই ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়নি। এছাড়া বেথুড়ী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের রামদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের নির্বাচন স্থগিত ঘোষণা করায় ওই ইউনিয়নের ফলাফলও ঘোষণা করা হয়নি।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
এটিআর/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।