ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে শ্রমিক দল

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে শ্রমিক দল

ঢাকা: মহান মে দিবসে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে  সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার (২৪ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহান মে দিবস পালন উপলক্ষে আয়োজিত যৌথসভা শেষে এ ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

যৌথ সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রিজভী আহমেদ বলেন, সোহরাওয়াদী উদ্যানে সমাবেশ করার জন্য ২৭ মার্চ শ্রমিকদল উদ্যান কর্তৃপক্ষকে অনুমতির জন্য চিঠি দিয়েছে। তারা জানিয়ে ছিলেন, পুলিশের অনুমতি নিয়ে সমাবেশের অনুমতি দেবেন। কিন্তু তারা এখন পর্যন্ত অনুমতি না দেওয়ায় গত ২২ এপ্রিল শ্রমিক দল আবার ডিএমপির কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েছেন।

তিনি জানান, আমরা সমাবেশের জন্য প্রস্তুতি নিচ্ছি। অনুমতি পাওয়ার পর সমাবেশের প্রয়োজনীয় সার্বিক প্রস্তুতি নেবো।

বিএনপির এই নেতা বলেন, সমাবেশের জন্য শ্রমিক এলাকা নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভার এলাকার শ্রমিকরা যাতে সমাবেশে আসতে পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বিএনপি।

যৌথসভায় উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন,  হারুন উর রশিদ, আসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু , সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, শামসুজ্জামান, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন, সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম, ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা প্রমুখ।

এছাড়া ঢাকা মহানগর বিএনপি ও দলের সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
এমএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।