ঢাকা: দেশের নয়টি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৮ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন ২ মে।
সম্প্রতি নির্বাচন কমিশন (ইসি) প্রার্থীদের সুবিচার পেতে আপিল কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে। গত ২০ এপ্রিল ইসি নরসিংদীর পলাশের ঘোড়াশাল, রায়পুরা, লক্ষ্মীপুর সদর, বাহ্মণবাড়িয়ার কসবা, নোয়াখালী সদর, সেনবাগ, ফেনীর ছাগলনাইয়া, কক্সবাজারের টেকনাফ ও খাগড়াছড়ির রামগড় পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে। এক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসককে আপিল কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে সংস্থাটি।
৯ পৌরসভায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ মে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ মে।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
ইইউডি/আইএ