ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৯ পৌর নির্বাচন: আপিল কর্তৃপক্ষ নিয়োগ করেছে ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
৯ পৌর নির্বাচন: আপিল কর্তৃপক্ষ নিয়োগ করেছে ইসি

ঢাকা: দেশের নয়টি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৮ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন ২ মে।

এক্ষেত্রে কোনো প্রার্থী সুবিচার না পেলে আপিল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দাখিল করতে পারবেন।

সম্প্রতি নির্বাচন কমিশন (ইসি) প্রার্থীদের সুবিচার পেতে আপিল কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে। গত ২০ এপ্রিল ইসি নরসিংদীর পলাশের ঘোড়াশাল, রায়পুরা, লক্ষ্মীপুর সদর, বাহ্মণবাড়িয়ার কসবা, নোয়াখালী সদর, সেনবাগ, ফেনীর ছাগলনাইয়া, কক্সবাজারের টেকনাফ ও খাগড়াছড়ির রামগড় পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে। এক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসককে আপিল কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে সংস্থাটি।

৯ পৌরসভায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ মে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ মে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
ইইউডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।